ভারতে বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩


ভারতে বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রতিমা ভাঙচুর। ছবি: সংগৃহীত

ভারতের আসামরাজ‍্যের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার দামছড়া ত্রিপুরা পুঞ্জির মন্দির জ্বালানোর ঘটনার পর এবার নিভিয়া লালছড়া জিপির রায়পুর গ্রামের বহু পুরনো এক বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করল দুস্কৃতিরা। 


আরও পড়ুন: পুরনো মন্দির পুড়িয়ে দিল দুস্কৃতীরা


রবিবার (১০ ডিসেম্বর ) রাতে এ জঘন‍্য ঘটনাটি সংগঠিত হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ডিএসপি নারায়ণ বড়ো, নিভিয়া ওয়াচ পোস্টের এসআই রাজপ্রতাপ সিনহা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সামাল দেন। 


অতিসত্বর দুস্কৃতীদের ধরা হবে বলে আশ্বাস দেন। লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী সাংবাদিকদের জানান, তিনি বিধায়কের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং অতিসত্বর সেখানে একটি কমিটি বানিয়ে সুন্দর করে একটি মন্দির তৈরি করে আবার প্রতিমা বসাবেন এবং দুস্কৃতীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন করেন পুলিশ প্রশাসনের কাছে।


আরএক্স/