জমকালো আয়োজনে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন নারী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩


জমকালো আয়োজনে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন নারী
ছবি: সংগৃহীত

চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবিচ্ছেদ উদযাপন করেছেন চীনের এক নারী।


সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানায়, সং নামের ওই নারী ও তার বন্ধু লাল রঙের ব্যানার টানায় যেখানে লেখা ছিল, ‘এই বিয়ে এখানেই শেষ’ আমাদের ডিভা আবার অবিবাহিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন।


জানা গেছে, তারা আগুনের বেসিনের ওপরে পা রাখেন, পরিপাটি হওয়াও জন্য পোমেলো পাতায় ভিজিয়ে গোসল দেন এবং একটি গান গেয়ে উদযাপন করেছেন।


আরও পড়ুন: ভারতে বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর


সে সময় কজন ফটোগ্রাফারের মাধ্যমে পুরো বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার ছবি তোলার ব্যবস্থা করেন ৩৪ বছর বয়সী ওই নারী । যার মধ্যে স্বামীর কাছ থেকে বিচ্ছেদের সার্টিফিকেট পাওয়ার মুহূর্তও ছিল।


আরও পড়ুন: পোল্যান্ডের হলেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক


সোশ্যাল মিডিয়া জিয়াওহংশুকে ওই নারী বলেন, “আমি যদি জানতাম এটা আমাকে এটা খুশি করবে তাহলে আরও অনেক আগেই ডিভোর্স হতো।” তার পোস্টটি ২৩০,০০০ লাইক পেয়েছে।


জেবি/এসবি