জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা আন্দ্রে রাসেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

দীর্ঘ দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পড়েছে হার্ডহিটার অলরাউন্ডার আন্দ্রে রাসলের। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেই রাসেলের দুর্দান্ত পারফর্মম্যান্সেই ৪ উইকেটে জয় পেয়ে ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট নেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। সঙ্গে ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২৯ রান করে হয়েছেন ম্যাচসেরা।
আরও পড়ুন: সাকিবকেই তিন ফরম্যাটে অধিনায়ক চায় বিসিবি
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ব্রিজটাইনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৭১ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। বিনা উইকেটে ৭৭ রান করে সফরকারীরা। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ পার করে তারা। এরপর একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। যে কারণে শেষটা ভালো হয়নি তাদের। ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৭১ রানে। সর্বোচ্চ ৪০ রান (২০ বলে) করেন ওপেনার পিল সল্ট। ৩১ বলে ৩৯ রান করেন অধিনায়ক জস বাটলার।
আরও পড়ুন: মাসসেরা হয়ে নাহিদার ইতিহাস
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে ২২ রান করে দলীয় ৩১ রানের মাথায় ফেরেন মারকুটে ওপেনার ব্রেন্ডন কিং। এরপর কাইল মায়ার্সের ২১ বলে ৩৬, শাই হোপের ৩০ বলে ৩৬, রভম্যান পাওয়েলের ১৫ বলে ৩১ ও আন্দ্রে রাসেলের ১৪ বলে ২৯ রানের ইনিংসে ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
জেবি/এজে