শেরপুরে অবরোধের সমর্থনে জেলা যুবদলের মিছিল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩


শেরপুরে অবরোধের সমর্থনে জেলা যুবদলের মিছিল
অবরোধের সমর্থনে মিছিল। ছবি: জনবাণী

শেরপুরে অবরোধের সমর্থনে মিছিল করেছে শেরপুর জেলা যুবদল। 


বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জামালপুর-শেরপুর মহাসড়কে অবরোধের পক্ষে এ বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা।


কেন্দ্রীয় বিএনপির ডাকা মঙ্গলবার ও বুধবার টানা দুইদিনের অবরোধের পক্ষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃতে মিছিলটি বের হয়।


গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহা সমাবেশের ঘটনার পর থেকেই জেলার শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অনেকটা গা-ঢাকা দেয়। তবে বিগত দিনের হরতাল-অবরোধে যুবদল ও ছাত্রদল বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ঝটিকা মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল বের করে আসছে।


এসময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লাসহ যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরএক্স/