পশ্চিমবঙ্গে ইটভাটার চিমনি ভেঙে নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩


পশ্চিমবঙ্গে ইটভাটার চিমনি ভেঙে নিহত ৩
ছবি: সংগৃহীত

ভয়াবহ দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে মৃত ৩। গুরুতর আহত হয়েছে অন্তত ৩৫ জন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে আরোও ২ জনকে। ধ্বংসস্তূপের মধ‍্যে আরও অনেকের দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বসিরহাট থানার ধলতিথা গ্রামে। 


আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বাজির কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত


বুধবার (১৩ ডিসেম্বর ) সন্ধ‍্যায় সেখানকার একটি ইটভাটায় ফায়ারিংয়ের কাজ করতে গিয়ে বিপত্তি ঘটে। দক্ষ কারিগররা চিমনিতে আগুন দিতেই হুড়মুড় করে সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় হাফিজুল মন্ডল (৩৫)। 


ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় জেঠুরাম ও রাকেশ কুমার নামে ২ শ্রমিকের মৃতদেহ। উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা ২০ জনকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ‍্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন অনেকে। ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ সুপার জবি থমাস ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ‍্যোপাধ‍্যায়।


আরএক্স/