দেশে এসেই জন্মভূমি মাগুরায় সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩
মহান বিজয় দিবসের দিনেই তার গ্রামের বাড়ি মাগুরায় গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান। যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই লাল সবুজের অধিনায়ক নিজ জন্মভূমিতে গেলেন। আর সাকিবের সাথে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার পেসার রুবেল হোসেনও।
বিশ্বসেরা অলরাউন্ডারের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।
সোমবার (৬ নভেম্বর) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলের চোট নিয়েই খেলেছিলেন টাইগার এই দলপতি। পরে স্ক্যান করে আঙুলে চিড় ধরা পড়ে, এর ফলে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য সাকিব মাঠের বাইরে চলে যান। তাই নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না এই তারকা ক্রিকেটার।
এরপর আবারো ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই চোট পাওয়া আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব আল হাসান। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।
তার মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ফিটনেস রিহ্যাভ আছে, বিপিএলের আগে খুব বেশি একটা অপশনও আমি দেখছি না। আবার সামনে ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি ব্যস্ত থাকব। তবে বিপিএল থেকেই খেলাটা শুরু করতে পারব বলে আমি মনে করি। আর ফিট হয়ে বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব।
এমএল/