আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-কোহলিকে চান হরভজন সিং


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-কোহলিকে চান হরভজন সিং
রোহিত শর্মা - বিরাট কোহলি / ছবি: সংগৃহীত

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও মাস্টার ব্যাটার বিরাট কোহলি ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ এক বিশ্বকাপ আসর শেষ করেছেন। এবারের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান করা কোহলি তো টুর্নামেন্টেরই সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন, আর রোহিতও ছিলেন সেরাদের ভিতর একজন। তবে সে তার দলকে উড়ন্ত সূচনা এনে দিতে ইনিংস বড় করার চেয়ে আগ্রাসী ব্যাটিংকেই প্রাধান্য দিয়েছেন বেশি। ফর্মের তুঙ্গে থাকা এই দুই তারকা ক্রিকেটারকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে চান হরভজন সিং।


প্রসংঙ্গত, এই দুই ক্রিকেটারকে বেশকিছুদিন থেকেই ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যাচ্ছে না। তবে অনেকের ভাষ্য মতে– সংক্ষিপ্ত ফরম্যাটের বিবেচনায় দলটিতে নেই রোহিত-বিরাট। আর সে কারণে দ্রুতই দেশটির বিসিসিআই এর সাথে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করার জন্য বসতে যাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।


এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি– বিশ্বকাপের পূর্বেই নাকি রোহিত নিজে থেকে জানিয়ে দিয়েছেন জাতীয় দলের টি- টোয়েন্টিতে তাকে আর বিবেচনা না করা হয়। আর এতে ভারতীয় এই অধিনায়কের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন।অন্যদিকে ভারতীয় নির্বাচকরাও টি-টোয়েন্টিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে বেশি আগ্রহী।


হরভজন সিং আরোও বলেন, আমার মতে, আসন্ন বিশ্বকাপে বিরাট ও রোহিতদের দুজনকেই রাখা উচিত। ভালো একটি দলীয় সমীকরণ তখনই সম্ভব, যখন তরুণদের সাথে বিশ্ব মানের সিনিয়র ক্রিকেটারদেরও রাখা হয়। আর টি-টোয়েন্টি দলে বিরাট ও রোহিতের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এখনও। সেজন্যই আমার মনে হয়, এদের দুজনেরই বিশ্বকাপে খেলা উচিত। 


তবে তিনি তরুণদের ওপরও ভরসা রাখছেন। বর্তমানের দলটিকে নিয়ে এখনই টানাহেঁচড়া না করে সময় দিতে বললেন, এই দলটা খুবই তরুণ, আর এদেরকে কিছুটা সময় দেওয়া উচিত। আমরা খুবই ফলাফল-প্রবণ মানসিকতার মানুষ। ভালো ফল এলেই কেবল দলকে ভালো বলে মনে হয় আমাদের। তবে এমনটি হওয়া উচিত নয়। ওদেরকে সময় দিলেই ওরা কেবল শিখতে পারবে। খুব দ্রুতই আমরা দলের ফলাফল দেখেই বিচার করতে চাই, আমাদের এই মানসিকতা বদলাতে হবে। ফল মিলতে তো কিছুটা সময় লাগে। এই দলটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে।


এমএল/