বিএডিসিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)তে ৫৩তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কৃষি ভবন, সেচ ভবন, বীজ ভবন এবং বিএডিসি’র আওতাধীন মাঠ পর্যায়ের সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসির নেতৃত্বে ঢাকার দিলকুশার কৃষি ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল এবং মহান মুক্তিযুদ্ধে বিএডিসি’র শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) এর নেতৃত্ব একটি দল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
আরএক্স/
বিজ্ঞাপন