কুয়েতের আমির আর নেই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩


কুয়েতের আমির আর নেই
ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ। 


শনিবার (১৬ ডিসেম্বর) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে। 


আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহর বিবৃতি অনুযায়ী, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।


সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। তার ভাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন।


আরও পড়ুন: হামাস-ইসরায়েল তুমুল লড়াই


কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে কুয়েত রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।”


আরও পড়ুন: ভারতের সংসদে হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার


 ২০২১ সালের মার্চ মাসে অনির্দিষ্ট মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। কুয়েতের নেতাদের স্বাস্থ্য দেশের জন্য সংবেদনশীল বিষয়। কুয়েতের সার্বভৌম ক্ষমতা শাসক আল সাবাহ পরিবারের হাতেই থাকে। সূত্র: খালিজ টাইমস


জেবি/এসবি