শিক্ষার্থীদের শীতকালীন প্রসাধনী বিতরণ করল র‍্যাকের হাসির আলো


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩


শিক্ষার্থীদের শীতকালীন প্রসাধনী বিতরণ করল র‍্যাকের হাসির আলো
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা বনশ্রীতে ঢাকাস্থ  বরিশাল শ্রমজীবি সমিতির পরিচালিত নবদ্বীপ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে শীতকালীন  প্রসাধনী (বডি লোশন, ফেইস ওয়াস, পেট্টলিয়াম জেলি,  গ্লিসারিন ও মেহেদী)  বিতরণ করা হয়েছে। 


শনিবার (১৬ ডিসেম্বর) শিক্ষার্থীদের এসব প্রসাধনী বিতরণ করেন অলাভজনক প্রতিষ্ঠান র‍্যাকের হাসির আলো। হাসির আলো সর্বদা অসহায় গরীব দুস্থদের খাদ্য ও চাল বিতরণ করে থাকে। এছাড়াও নৈতিক ও  ধর্মীয় শিক্ষার মাধ্যমে আদর্শীক প্রজন্ম গড়া এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।


র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, র‍্যাক একটি স্বেচ্ছাসেবী অলাভজনক সেন্টার। 


এ সময় প্রসাধনী বিতরণে উপস্থিত ছিলেন র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিয়ুর রহমান খান, হাসির আলোর প্রজেক্ট পরিচালক মো. খায়রুল আমিন রনি ও রহমান মাহফুজ। এছাড়াও হাসির আলোর সম্মানীত সদস্য রফিকুল ইসলাম লিটন, রেজাউল করিম রেজা, রেজাউল করিম বাবু, হায়দার আলী, জুয়েল, সৈয়দ মো. দেলোয়ার হোসেন, মুন্সী ভাই ও তানভীর। এছাড়াও উক্ত বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  লুৎফর রহমান ও অন্যান্য শিক্ষিকাগণ।


উল্লেখ, ২৮ জুন ২০০৪ সালে এই প্রতিষ্ঠান বরি-১১৩০/০৪ নিবন্ধনে নিবন্ধিত হয়। যার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খান। এর প্রধান অফিস বরিশাল এবং লিয়াজো অফিস ঢাকাতে। এ প্রতিষ্ঠান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জনস্বাস্থ, নদী ভাঙন রোধ, ডিজেস্টার ম্যানেজম্যান্ট ইত্যাদি নিয়ে কাজ করে।


জেবি/এসবি