Logo

শরীয়তপুরে হারভেস্টার মেশিন বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৫
66Shares
শরীয়তপুরে হারভেস্টার মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কমবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলায় কৃষকদের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৩২ লাখ টাকা দামের কমবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

রবিবার (১৭ ডিসেম্বর) ২০২৩-২৪ অর্থ বছরের সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কমবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সদর উপজেলার রূদ্রকর ইউনিয়নের কৃষক লুৎফর রহমানের হাতে কমবাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। 

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ বলেন, উচ্চমূল্যের শ্রমিক মজুরী ও শ্রমিক সংকটের এ সময়ে সরকার কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমাতে কাজ করছে। কমবাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ফসল ৫০ শতাংশের বেশি সাশ্রয় হবে। যেমন উৎপাদন ব্যয় কমবে তেমন আগের তুলনায় অধিক লাভবান হবে কৃষক। বাণিজ্যিক কৃষিও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আমরা সবাই মিলে সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করলেই আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ গতিশীল হবে। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তারসহ কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD