এশিয়া কাপ চ্যাম্পিয়নরা কত টাকা পেলো?


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


এশিয়া কাপ চ্যাম্পিয়নরা কত টাকা পেলো?
ছবি : সংগৃহীত

যুব টাইগাররা ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। এবার এশিয়া কাপের শিরোপাও ঘরে তুললো টাইগার যুবারা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


রবিবার (১৭ ডিসেম্বর) ফাইনাল ম্যাচে আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা। এর আগে গ্রুপপর্বে তিন ম্যাচই জিতেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনালে এই টুর্নামেন্টের একচ্ছত্র আধিপত্যকারী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে মাহফুজুর রহমান রাব্বির দল। 


আরও পড়ুন: জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয়


বাংলার যুবাদের এমন দুর্দান্ত পারফর্মম্যান্সের স্বীকৃতি হিসেবে তাদেরকে কত টাকা পুরষ্কার দিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) সেটি নিয়েই কৌতুহল এখন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।


শিবলির দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে বড় অংকের পুরস্কার পেয়েছে বাংলাদেশের যুবারা। রবিবার ম্যাচ জেতার পর রাব্বিদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৫ হাজার মার্কিন ডলারের প্রাইজমানি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৬ লাখ ৬০ হাজার বেশি। এসিসি কর্তৃপক্ষ তাদের হাতে এই প্রাইজমানি তুলে দিয়েছে।


আরও পড়ুন: হার দিয়ে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সফর


এবারের আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন শিবলি। ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন এই টাইগার ব্যাটার। এর মধ্যে দুটি সেঞ্চুরি (শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ নট আউট আর আমিরাতের বিপক্ষে ১২৯) রয়েছে এই ডানহাতি ব্যাটারের। দারুণ ফর্মে থাকা এ ব্যাটার জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। পুরো টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো এই ক্রিকেটার পুরস্কার হিসেবে পেয়েছেন ৭৫০ মার্কিন ডলার। টাকায় যার পরিমাণ ৮৩ হাজার টাকা।


জেবি/এজে