বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের আগামী ১৯ ও ২০ ডিসেম্বর সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
এতে বলা হয়, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভা আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না: নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিবেন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ৪১ নয় ২০৩৫ সালেই বাংলাদেশ হবে স্মার্ট: নৌপ্রতিমন্ত্রী
বাংলাদেশের পক্ষে উক্ত সভাসমূহে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ভারত ইতোমধ্যে উক্ত সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের তালিকা প্রদান করেছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: প্রধান নির্বাচন কমিশনার

যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি
