বক্সিং ডে টেস্টে মরিস থাকছেন না ল্যান্স মরিস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচনাটা দারুণভাবে করেছে অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানদের ৩৬০ রানের বড় ব্যবধানেই হারিয়েছে স্বাগতিকেরা। আর এবার অজিদের সামনে বক্সিং ডে টেস্ট।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে মাঠে গড়াবে বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে পার্থের প্রথম স্কোয়াড থেকে এক পরিবর্তন এনেছেন অস্ট্রেলিয়া দল।
বিগ ব্যাশে অংশগ্রহণের জন্য ল্যান্স মরিসকে ছেড়ে দিয়েছে স্বাগতিকেরা। এতে স্কোয়াডের সংখ্যা ১৪ থেকে কমে ১৩'তে ঠেঁকেছে। তবে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা মরিসকে নিয়ে পার্থ টেস্টের আগে থেকে বেশ আলোচনা হয়েছে। শেষমেশ চিরচেনা পেস আক্রমণের তিন মহারথী জশ হ্যাজলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ওপরই ভরসা রেখেছিল অজিরা। কিন্তু স্কোয়াডে আছেন আরেক পেসার স্কট বোল্যান্ড।
বুধবার (২০ ডিসেম্বর) অপটাস স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে মরিসের দল পার্থ স্কর্চার্স। সেই ম্যাচের জন্য এভেইলেবল থাকবেন ল্যান্স মরিস। অন্যদিকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে মাঠে গড়াবে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলির জানান, ল্যান্সকে মেলবোর্ন ম্যাচের আগে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত থাকবে। সামনের গ্রীষ্মের জন্য সে আমাদের পরিকল্পনার ভিতরে আছে, যেসময় সুযোগ আসবে (তখনই ডাকা হতে পারে তাকে)।
দ্বিতীয় ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন এবং স্কট বোল্যান্ড।
এমএল/