Logo

হরতাল পালনকারীরাই ট্রেনে আগুন দিয়েছে : ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ২৩:২৭
57Shares
হরতাল পালনকারীরাই ট্রেনে আগুন দিয়েছে : ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ভোর ৫টায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন করে দুর্বৃত্তরা

বিজ্ঞাপন

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে হরতাল-অবরোধ পালনকারীরাই আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারা এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।

এর আগে এদিন ভোর ৫টায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

এদিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD