আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু ১৭ ফেব্রুয়ারি

পীরজাদা হযরত মাহাফুজুল হক (মাঃজিঃআঃ) নক্সবন্দী মোজাদ্দেদী বলেন, ১৭, ১৮, ১৯ ও ২০ শে ফেব্রুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সাম্য, শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৪ দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব উরস শরীফ শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
সোমবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে মহা পবিত্র উরস শরীফের তারিখ ঘোষণা করেন হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) সাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা হযরত মাহাফুজুল হক (মাঃজিঃআঃ) নক্সবন্দী মোজাদ্দেদী (মাঃজিঃআঃ)।
বিজ্ঞাপন
পীরজাদা হযরত মাহাফুজুল হক (মাঃজিঃআঃ) নক্সবন্দী মোজাদ্দেদী (মাঃজিঃআঃ) বলেন, ১৭, ১৮, ১৯ ও ২০ শে ফেব্রুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পরে হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) সাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে বিশ্ব উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ২০ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও দেশের সার্বিক কল্যাণের জন্য আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব উরস শরীফের সমাপ্তি ঘটবে।
৪ দিনব্যাপী বিশ্ব উরস শরীফে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহাফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগীর পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








