ঘরে ফিরলেন শ্রেয়াস, স্ত্রীর আবেগঘন পোস্ট


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩


ঘরে ফিরলেন শ্রেয়াস, স্ত্রীর আবেগঘন পোস্ট
স্ত্রীর সঙ্গে শ্রেয়াস তালপাড় - ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতেও থাকতে হয়েছে। তবে এখন সব শঙ্কা কাটিয়ে ঘরে ফিরেছেন তিনি।


এদিকে, স্বামীর ঘরে ফেরাতে আপ্লুত হয়ে পড়েছেন তার স্ত্রী দীপ্তি তালপাড়ে। 


সোশ্যাল মিডিয়ায় দীপ্তি  লিখেছেন, “আমার জীবন শ্রেয়াস ঘরে ফিরেছে। সে ভালো এবং সুস্থ। আমি শ্রেয়াসের সাথে তর্কবিতর্ক করতাম, বুঝতাম না কাকে বিশ্বাস করবো। তবে আজ আমি আমার উত্তর পেয়ে গেছি। ঈশ্বর সর্বশক্তিমান। তিনি সবসময় আমাদের সাথে ছিলেন। এরপর থেকে আমি কখনো আর তার (ঈশ্বর) অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবো না।”


আরও পড়ুন: আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল


দীপ্তি আরও লিখেছেন, “আমি আমাদের বন্ধু, পরিবার ও চলচ্চিত্র শিল্পের মানুষদের কৃতজ্ঞতা জানাতে চাই।” সূত্র: এনডিটিভি


জেবি/এসবি