Logo

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৩২
48Shares
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত

নিহত আবুল ফয়েজ ওই ক্যাম্পের সি ব্লকের আবদুল্লাহর পুত্র।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে পূর্বশক্রতার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবুল ফয়েজ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১১ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবুল ফয়েজ ওই ক্যাম্পের সি ব্লকের আবদুল্লাহর পুত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি বিরোধ ছিল। যার জের ধরে ইসমাইলকে নানাভাবে হুমকি প্রদান করা হত। 

রাতে পিতাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করে ঘরে ফেরার সময় ইসমাইলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। যা পিতার শরীরের লাগে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

ওসি ওসমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD