দিনে আসছে ৭ কোটি ডলার, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩


দিনে আসছে ৭ কোটি ডলার, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ
ফাইল ছবি।

আমদানির দেনা মেটাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে স্বস্তির খবর দিলো রেমিট্যান্সে। চলতি ডিসেম্বরে প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার।


রবিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানান হয়। 


আরও পড়ুন: নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না: প্রধানমন্ত্রী


এ ধারা বহমান থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। যা দৈনিক গড়ে ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এসেছে।


জানা যায়, ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। 


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ



২০২৩-২৪ অর্থ বছরে জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার, আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবর মাসে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, নভেম্বর মাসে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার। 


২০২২-২৩ অর্থ বছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার  ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার।


আরএক্স/