জাবির প্রক্টর হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩


জাবির  প্রক্টর হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান
সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান। ফাইল ছবি

সজীবুর রহমান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানকে পুনরায়  প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


রবিবার (২৪শে ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে  এ দায়িত্ব দেয়া হয়।


আরও পড়ুন: নির্বাচন নিয়ে যা ভাবছেন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আ, স. ম. ফিরোজ-উল-হাসানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ আগামী  ০১-০১-২০২৪ তারিখ পূর্বাহ্ন হতে কার্যকর বলে গণ্য হবে। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।


উল্লেখ্য, বর্তমান প্রক্টর ও সহযোগী অধ্যাপক ফিরোজ উল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্বপালন করেছেন।


আরএক্স/