ইউ'র প্রতিনিধির সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ এএম, ২৬শে ডিসেম্বর ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের (ইউ) প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভোট চাইতে শ্বশুরবাড়ি যাচ্ছেন শেখ হাসিনা
এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।
জেবি/এজে