নির্বাচনকে কেন্দ্র করে ইবি থানা পুলিশের বিশেষ চেকপোষ্ট!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কে বিত্তিপাড়া লালন তৈল পাম্পের সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে ইবি থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ও অভিযান চলে।
সোমবার (২৫ ডিসেম্বর) এই চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায় ইবি থানা পুলিশ।
ইবি থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের নির্দেশে এস, আই মেহেদী হাসান সকাল থেকে এই অভিযান চালায়।
গত কয়েকদিন ধরেই মধুপুর, লক্ষীপুর, বিত্তিপাড়া, হরিনারায়নপুর সহ ইবি থানার বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়ে যাচ্ছে ইবি থানা পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
এস আই মেহেদী হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে নানা সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে। সেই নাশকতা ও সহিংসতা প্রতিহত করতে আমরা সকাল থেকে অভিযান চলমান রেখেছি। এছাড়াও অনটেষ্ট, কাগজ পত্র বিহীন গাড়ি গুলো আমরা নজরে রেখেছি।
আরও পড়ুন: কুষ্টিয়া-৪ জর্জের প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরলেন রউফ
কোনভাবেই ইবি থানা এলাকায় বিশৃংখলা করতে দেওয়া হবে না, তার জন্যই আমরা ইবি থানা পুলিশ সব সময় প্রস্তুত আছি।
এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেবি/এসবি