জনগণ নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়: আইনমন্ত্রী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


জনগণ নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: জনবাণী

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বিএনপির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। সরকার তামাশার নির্বাচন দিয়ে ওয়ান ইলেভের আতঙ্কে আছেন। 


আরও পড়ুন: আইনমন্ত্রীকে নির্বাচিত করার লক্ষে নির্বাচনী প্রচার কমিটি গঠন 


সমসাময়িক এসব বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ এই নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি যা বলছে তা অসত্য।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ৭দিনের নির্বাচনী কর্মসূচী নিয়ে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমন মন্তব্য করেন।


আরও পড়ুন:  আখাউড়ায় ইয়াবাসহ শশুর বাড়ি থেকে জামাই আটক



পরে তিনি আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর খেলার মাঠে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগদান করেন।


আরএক্স/