অস্ত্রোপচার সম্পন্ন, ফের আইসিইউতে সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। বাফুফে সভাপতির পরিবারের বারাতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন।
অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর কাজী সালাউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিউতে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানান, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
আরও পড়ুন: মেসিকে টপকে বর্ষসেরা ফুটবলার হালান্ড
গেল ১৬ ডিসেম্বর হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কাজী সালাউদ্দিনকে।
আরও পড়ুন: এভারটনকে হারিয়ে চ্যাম্পিয়নের দৌড়ে ম্যানসিটি
তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
জেবি/এসবি