বিএনপি খুনিদের পার্টি আর জামায়াত যুদ্ধাপরাধীদের: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ পিএম, ৩০শে ডিসেম্বর ২০২৩

“বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানোর, ক্ষতি করার। বিএনপি হচ্ছে খুনিদের পার্টি আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি। বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। আর ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখনই কাজ শুরু করে বিএনপি তখনই বাধা সৃষ্টি করে।” এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। মানবঢাল করে আওয়ামী লীগ আমাকে রক্ষা করেছে।”
আরও পড়ুন: দেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন
তিনি আরও বলেন, “অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে আমাকে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আরও পড়ুন: কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ব্যাপক গণসংযোগ
টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বসার খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এদিন জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। সকাল ৯টার মধ্যেই কানায় পূর্ণ হয় টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

"বিদেশে ৪০ হাজার কোটি টাকার 'গোপন ধনভাণ্ডার' উন্মোচন করলো সিআইসি"

অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান

৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে
