ডেঙ্গুতে বছরের প্রথম দিনে হাসপাতালে ৮৫, মৃত্যু নেই


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪


ডেঙ্গুতে বছরের প্রথম দিনে হাসপাতালে ৮৫, মৃত্যু নেই
ফাইল ছবি

বছরের শুরুতে ডেঙ্গুতে মৃত্যুহীন দেখল দেশ। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন।


সোমবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। এ সময় হাসপাতালগুলো থেকে কোনো ডেঙ্গু রোগী ছাড়া পায়নি।


একদিনে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


এ সময় ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের ১৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দক্ষিণাঞ্চলের এই বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: কোভিড আক্রান্তদের ‘হার্ট ফেইলিউর’ ঝুঁকি বেশি, দাবি বিশেষজ্ঞদের


ডেঙ্গুতে আগের দিন দুজনের মৃত্যু হয়েছিল। তাঁদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর রেকর্ড এটি।


জেবি/এসবি