গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় সুনামগঞ্জের ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতক উপজেলার বড়কাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল তিন ভাই-বোনের
নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।
আরও পড়ুন: সুনামগঞ্জে তীব্র গরমে ৩ জনের মৃত্যু
জানা গেছে, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানের সাথে জেলা পুলিশের মতবিনিময়

মৌলভীবাজার জেলখানার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় আওয়ামী লীগের নেতা

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
