বছরের শুরুতেই দুস্কৃতীকারীদের গুলিতে মণিপুরে নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪


বছরের শুরুতেই দুস্কৃতীকারীদের গুলিতে মণিপুরে নিহত ৪
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই আবারও হিংসা ছড়াল ভারতের মণিপুরে। 


সোমবার (১ জানুয়ারি) রাতে উপত‍্যকার থৌবল জেলার লিলং এলাকায় সশস্ত্র দুস্কৃতীদের গুলিতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত আরো ৫ জন। 


আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা 


ঘটনার পরেই ইম্ফল উপত‍্যকায় অবস্থিত রাজ‍্যরে ৫ জেলা থৌবল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুরে কারফিউ জারি করা হয়েছে। যারা গুলি চালিয়েছে, তাদের এখন ও শনাক্ত করা যায়নি। 


গ্রামে ঢুকেই স্থানীয় বাসিন্দাদের লক্ষ‍্য করে নির্বিচারে গুলি চালায় দুস্কৃতীকারীরা। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


জানা যায়, রাত ৮টায় হামলা আচমকা চালায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দ‍ুস্কৃতীরা। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতেরা প্রত‍্যেেকই পোঙ্গল মুসলিম সম্প্রদায়ের। এই হামলার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধু গ্রামবাসীরা।


আরও পড়ুন: জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫ ভূমিকম্প, প্রাণ গেল ১৩ জনের


খবর পেয়েই ঘটনাস্থলে যায় মণিপুর পুলিশ ও আসাম পুলিশের কর্তারা। ভিডিও বার্তায় এই ঘটনার নিন্দা করেছেন রাজ‍্যরে মুখ‍্যমন্ত্রী এন বীরেন সিং। লিলংয়ের বাসিন্দাদের এলাকায় শান্থি বজায় রাখার জন‍্য অনুরোধ করেছেন তিনি।


আরএক্স/