শ্রীপুরে শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৮ পিএম, ২রা জানুয়ারী ২০২৪

গাজীপুরের শ্রীপুরে একটি শপিং ব্যাগে মোড়ানো সাত বছর বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কোনাবাড়ী অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে
স্থানীয় বাসিন্দা সফিক মিয়া বলেন, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক শিশুকে দেখতে পায় কয়েকজন। এরপর আমাদের অবহিত করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পুলিশে ফোন করে বিষয়টি পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: নিয়মিত সরিষার তেল খেলে যে উপকারিতা
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুর মৃত্যুর কারণটি জানা যাবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
