যারা নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা: আইনমন্ত্রী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪


যারা নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: জনবাণী

বিএনপির আইনজীবিদের আদালত বর্জনকে নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এর কোন মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচার কার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয় এটা বিএনপির ভুল এবং অন্যায়। 


বুধবার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। 


আরও পড়ুন: নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাশত করা হবে না: শেখ পরশ 


৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন, বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের এখনের  কার্যকলাপে বুঝা যাচ্ছে। উনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।


আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছরে রামপাল মোংলা আসনে আমরা ব্যাপক উন্নয়ন করেছি: হাবিবুন

 

এর আগে তিনি আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছে। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকমীরা স্বাগত জানায়। পরে তিনি সড়ক পথে কসবা উপজেলায় নিজ বাড়িতে যান।


আরএক্স/