দেশজুড়ে ‘এসএসসি ৯২’ গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪


দেশজুড়ে ‘এসএসসি ৯২’ গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: জনবাণী

১৯৯২ সালের এসএসসি পরিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে গড়ে উঠা বন্ধুত্বের প্লাটফর্ম ‘SSC92’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশের প্রতিটি থানা, জেলা, উপজেলায় এসএসসি ৯২ এর বন্ধুদের উদ্যোগে প্রয়াত ও অসুস্থ বন্ধুদের জন্য দোয়ার আয়োজন, কেক কাটাসহ বিভিন্ন মাদ্রাসা এবং দুঃস্থ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে দিনটি উদযাপন করেন।


মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হয় ‘এসএসসি ৯২’ এর ফেসবুক গ্রুপে বন্ধুদের শুভেচ্ছা বার্তা, গ্রুপের এডমিন আব্দুল্লা আল-মামুনসহ মডারেটরেরা বন্ধুদের আয়োজনে সরাসরি সম্পৃক্ত হতে ঢাকার কয়েকটি আয়োজনে উপস্থিত হয়ে বন্ধুদের উদ্দেশ্যে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন।


গ্রুপের এডমিন আব্দুল্লা আল মামুন বলেন,  ২০২৪ সাল ‘এসএসসি ৯২’ এর বন্ধুদের কাছে আরও নতুনভাবে হাজির হবে। যেসকল বন্ধুরা ইতিমধ্যে পরকালের পথে পাড়ি জমিয়েছে এবং যে সকল বন্ধুরা অসুস্থ তাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এসএসসি ৯২ এর বন্ধুদের সহযোগিতায় মানবিক তহবিল নামে একটা তহবিল সংগ্রহ অব্যাহত রেখেছি। অসুস্থ বন্ধু ও তার পরিবারের পাশে বিপদে-আপদে এই তহবিল পাশে থাকে। বিভিন্ন সময় আমাদের   ‘এসএসসি ৯২’ গ্রুপের পক্ষ থেকে মাদ্রাসা এতিমখানাতে দোয়ার আয়োজন করা হয়। 


প্রসঙ্গত, “এসএসসি ৯২” মানবিক বন্ধুতার প্লাটফর্ম, সারাদেশে প্রায় ৪০ হাজার বন্ধুদের বন্ধন হয়েছে এই গ্রুপের কল্যাণে। বিভিন্ন  দুর্যোগ ও বন্যা কবলিত অঞ্চলসহ দেশের মানুষের পাশে থেকে মানবিকতার বিশুদ্ধ চর্চায় অভ্যস্ত হয়ে গেছে “এসএসসি ৯২” গ্রুপ।  ‘আস্থা থাকুক বন্ধুতায়’স্লোগানকে সামনে রেখে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের  মধ্যদিয়ে চতুর্থ বর্ষে পথচলা শুরু করলো বন্ধুদের এই সংগঠনটি।


জেবি/এসবি