বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০৩ এএম, ৪ঠা জানুয়ারী ২০২৪

ঠাকুরগাঁও জেলার সদরের রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের রহিমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন।
নিহতরা হলেন- দীপ্তিদাস (৪০) পলক দাস (১২) পুজাদাস (১১) এবং আহত হয়েছেন সাগর দাস।
নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের হাজারো যাত্রী

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: নূরজাহান বেগম

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

কলেজ ছাত্র সিজুর হত্যার অভিযোগে ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
