বিদেশি কূটনীতিকদের ভোট দিয়ে যা জানাল সিইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪


বিদেশি কূটনীতিকদের ভোট দিয়ে যা জানাল সিইসি
ছবি: সংগৃহীত

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় ভোট দিতে ভোটারদের কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না বলে কূটনীতিকদের জানিয়েছেন তিনি। 


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা জানান সিইসি।


আরও পড়ুন: জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী


কাজী হাবিবুল আউয়াল কূটনীতিকদের বলেন, ‌“ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।”


এর আগে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।


আরও পড়ুন: দুঃখজনক হলেও সত্য বাম ভাইদের কোনো ভোট নেই: তথ্যমন্ত্রী


ওই বৈঠকে  ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।


জেবি/এসবি