সমুদ্রের পানিতে সাঁতার কাটলেন নরেন্দ্র মোদি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪
বরাবরই ভারতের প্রধানমন্ত্রী সকলকে চমক দিতে ভালোবাসেন। এবার ও তাঁর ব্যতিক্রম হল না। লাক্ষাদ্বীপে সমুদ্রে জলের মধ্যে সাঁতার কাটলেন নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, লাক্ষাদ্বীপে গিয়ে তাঁর যেন এক অন্য অনুভূতি হয়েছে। এই ধরণের অভিজ্ঞতা পেয়ে জীবন ধন্য বলে মনে হচ্ছে। যদি কেউ জীবনে অ্যাডভেঞ্চার করতে চান, তবে তাঁকে অবশ্যই লাক্ষাদ্বীপে যেতে হবে।
আরও পড়ুন: গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
তার এই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাছাড়া পানির নিচে জীবন এবং সেখানকার প্রাণীরা কেমন সেই ছবি ও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী।
আরএক্স/