বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিএনপি নেতা নবীসহ গ্রেফতার ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ছিল বলে দাবি করছে ডিবি পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস কনফারেন্সে এ বিষয়ে কথা বলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ৷
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক
তিনি বলেন, “নবীসহ গ্রেফতার সবাই সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে জড়িত ছিল। ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০/১১ জন ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।”
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাপে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন আটজন।
জেবি/এসবি