Logo

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারী, ২০২৪, ২৩:৩১
70Shares
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

“দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট।  কারণ, সবার শ্বাসনালী পুড়ে গেছে।

শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।”

বিজ্ঞাপন

এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, “ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট।”

বিজ্ঞাপন

গেল ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান।

বিজ্ঞাপন

এনিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD