Logo

দুমকীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় ২ জামায়াত নেতা আটক

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৪, ০১:৫৪
40Shares
দুমকীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় ২ জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের রুকন আব্দুস সালাম।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করার সময় মাদ্রাসার এক এমপিও ভুক্ত শিক্ষকসহ ২ জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

আটক ওই দুই নেতা হলেন, মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও দুমকী উপজেলা জামায়াতের আম মাওলানা খায়ের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের রুকন আব্দুস সালাম। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) উপজেলার দক্ষিণ রাজাখালীর গাবতলি গ্রামে  বিকেল ৫ টায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন বর্জনের আহ্বান করে লিফলেট বিতরণ করছিলেন ওই ২ নেতা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে মাওলানা খায়ের মিথ্যাচার করে নিজেকে দক্ষিন মুরাদিয়া বাইতুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেন। একপর্যায় তিনি বলেন, আমি এ দেশের নাগরিক না? মতামত দেয়ার অধিকার আমার আছে না? আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের অধিকার আমরা প্রয়োগ করবো। পরে সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।  

বিজ্ঞাপন

সাংবাদিকদের হাতে থাকা অপর এক ভিডিওতে প্রশ্নের জবাবে মাওলানা খায়ের বলেন, পাঙ্গাশিয়ার জালাল খানের নেতৃত্বে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ লিফলেট বিতরণ করছেন। 

বিজ্ঞাপন

এসময় তিনি আরও দাবি করেন, সরকারি দল নির্বাচন করবে, বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। সুতরাং সেই কথাটার জন্য লিফলেট বিতরণ করা। এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোস্তফা বলেন, বিষয়টি আমি অবগত আছি, প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। 

বিজ্ঞাপন

দুমকী থানার অফিসার ইনচার্জ ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই জামায়াত নেতাকে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD