Logo

১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৪, ০৫:০৩
48Shares
১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, নিহত ৪
ছবি: সংগৃহীত

শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশে গত ১৬ ঘন্টায় ১৪ স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে।

 

শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) দেশজুড়ে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা রয়েছে। একটি বৌদ্ধ মন্দির, আটটি শিক্ষা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে ৪ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে একটি, গাজীপুর সদরে দুটি, কালিয়াকৈর একটি, সিলেট বিভাগের দক্ষিণ সিলেট ও চুনারুঘাট একটি, চট্টগ্রাম বিভাগের রামু একটি, ফেনী একটি, সীতাকুন্ড একটি, চট্টগ্রাম সিটি একটি, ময়মনসিংহের নান্দাইলে ও গফরগাঁও একটি, শেরপুর একটি অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সকল অগ্নিকাণ্ডে ঢাকার গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন দেয়  দুর্বৃত্তরা। এতে ৪ জন মারা যান। এছাড়াও দুটি পিকআপ, একটি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, বৌদ্ধ মন্দিরসহ আট শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে যায় বলে জানা যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD