১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

সারাদেশে গত ১৬ ঘন্টায় ১৪ স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছে।
জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) দেশজুড়ে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা রয়েছে। একটি বৌদ্ধ মন্দির, আটটি শিক্ষা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে ৪ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে ৩২ ট্রেন চলাচল স্থগিত
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে একটি, গাজীপুর সদরে দুটি, কালিয়াকৈর একটি, সিলেট বিভাগের দক্ষিণ সিলেট ও চুনারুঘাট একটি, চট্টগ্রাম বিভাগের রামু একটি, ফেনী একটি, সীতাকুন্ড একটি, চট্টগ্রাম সিটি একটি, ময়মনসিংহের নান্দাইলে ও গফরগাঁও একটি, শেরপুর একটি অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।
আরও পড়ুন: আমাদের নির্বাচন আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হোক: সিইসি
এ সকল অগ্নিকাণ্ডে ঢাকার গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ৪ জন মারা যান। এছাড়াও দুটি পিকআপ, একটি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, বৌদ্ধ মন্দিরসহ আট শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে যায় বলে জানা যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

‘প্রধান উপদেষ্টার তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে’

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
