সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: পুলিশ প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪
সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রবিবার (৭ জানুয়ারি) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিশ প্রধান বলেন, “সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ উৎসবের সাথে ভোট দিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্যহারে ভোটার উপস্থিত লক্ষ করা গেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের অধিকার। যারা ভোটারদের বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন: সাইবার হামলার আশঙ্কা, সতর্কবার্তা দিল ইসি
আইজিপি বলেন, “আমরা আশা করছি সারাদেশে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদি কোনো ভোটার নাশকতার বা কোনো হয়রানির শিকার হন, তারা যদি ৯৯৯-এ কল করেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।”
আরও পড়ুন: ভোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট তৈমুর
এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
জেবি/এসবি