ভোটের স্বাভাবিক পরিবেশ নেই: জিএম কাদের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


ভোটের স্বাভাবিক পরিবেশ নেই: জিএম কাদের
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকারদলীয় লোকজন ‘ভোট ডাকাতির নির্বাচনের’ প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘ভোটের স্বাভাবিক পরিবেশ নেই।’


রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।


আরও পড়ুন: কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য প্রার্থীর পোলিং এজেন্ট নেই: সিইসি


জিএম কাদের বলেন, ‘জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খব পেয়েছি। পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে। যদিও আমাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল এমন কোনো ঘটনা ঘটবে না।’


তিনি বলেন, ‘ইতিমধ্যে সকাল থেকে আমি তিনটি ঘটনা জেনেছি- ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করেছিলাম, এবার ভোট স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।’


আরও পড়ুন: হ্যাকারদের কবলে নির্বাচনী অ্যাপ: ইসি সচিব


জিএম কাদের বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) লোকবল বেশি। প্রশাসন তাদের সঙ্গে পরোক্ষভাবে আছে, আমরা উদ্বিগ্ন।’


এ সময় জাতীয় পার্টির কো-চেয়রম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।


জেবি/এজে