ধামরাই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


ধামরাই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম
ছবি: জনবাণী

ঢাকা-২০ ধামরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। 


রবিবার (৭ জানুয়ারি) সকল কেন্দ্র সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


আরও পড়ুন: কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য প্রার্থীর পোলিং এজেন্ট নেই: সিইসি


তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা সকাল থেকেই ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম অনেক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছু বাড়তে থাকে। দুপুর পর্যন্ত উপজেলার কোথাও থেকে কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি।


সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। তবে এদের মধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।


আরও পড়ুন: হ্যাকারদের কবলে নির্বাচনী অ্যাপ: ইসি সচিব

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।ধামরাই আসনটিতে এবার ১৪৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৫৪হাজার ৮৭২জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৭৭হাজার ৫৪ জন। আর মহিলা ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৭৭হাজার ৮১৮জন।


সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আসনটিতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।


আরএক্স/