দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৪ পিএম, ৭ই জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এখন ভোট গণনার পালা।
এই নির্বাচনে যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়েছে, তাতে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭।
আরও পড়ূন: বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ
এর মাঝে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।
জেবি/এসবি