ফুলেল শুভেচ্ছায় সিক্ত চার বারের নির্বাচিত এমপি টগর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ায় হাজী আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দর্শনা শহরের নিজের বাসভবনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন টগর।
আরও পড়ুন: চতুর্থ বার এমপি হলেন হাজী আলী আজগর টগর
এ সময় হাজী আলী আজগার টগর বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও দূরদর্শীতার কারণে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সাংবিধানিক ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতি এগিয়ে যাবে রাষ্ট্র।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্ব-ইচ্ছায় ভোট দিয়েছেন। নৌকায় ভোট দেয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আজকে সাধারণ নির্বাচনে প্রমাণিত হয়েছে বাংলার মানুষ শান্তিপ্রিয়। সাংবিধানিক ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনে বিশ্বাসী।
আরও পড়ুন: জীবননগর বাজারে নৌকার প্রার্থী টগরের গণসংযোগ
প্রসঙ্গত, সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ (দামুরহুদা ও জীবননগর) আসনে হাজী আলী আজগার টগর নৌকা প্রতীকে এক লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮’শ ৩৪ ভোট। হাজী আলী আজগার টগর এই নিয়ে পরপর ৪ বার এই আসনে এমপি নির্বাচিত হলেন।
আরএক্স/