বড় বোনকে শুভেচ্ছা জানিয়ে স্নেহে সিক্ত শেখ রেহানা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪


বড় বোনকে শুভেচ্ছা জানিয়ে স্নেহে সিক্ত শেখ রেহানা
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পথে থাকা আ. লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। এসময় বড় বোন শেখ হাসিনা তাকে মাতৃস্নেহে বুকে নিয়ে কপালে স্নেহের চুম্বন দেন। এতে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে আবেগ আর ভালোবাসার এক অপরূপ অনুভূতি।    


মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ রেহানা। এসময় নেতাকর্মীদের তুমুল স্লোগানে স্লোগানে অনুষ্ঠানস্থলে মুখরিত হয়ে ওঠে।


এর আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পর আসেন শেখ রেহানা। তিনি উপস্থিত হলে বড় বোন শেখ হাসিনা তাকে মঞ্চে জড়িয়ে ধরে কপালে চুমু দেন। স্নেহের আচলে জড়িয়ে ধরেন। পরে ফুল দিয়ে বড় বোনকে শুভেচ্ছা জানান শেখ রেহানা। এসময় আবেগাপ্লুত হয়ে ওঠেন নেতাকর্মীরা। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতে ওঠেন।


আরও পড়ুন: সব দেশই বলেছে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


বক্তব্য শেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এক সঙ্গে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান ধরেন। তাদের সঙ্গে নেতাকর্মীরাও স্লোগানে তোলেন। শেষে দিকে স্লোগানে শেখ রেহানা বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয় শেখ হাসিনা’। 


আরও পড়ুন: বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ


অনুষ্ঠানজুড়ে বেশ কয়েকবার বড় বোন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। এসময় মঞ্চের দুই পাশে কেন্দ্রীয় নেতারা এবং সামনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


জেবি/এসবি