প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪


প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী মাসের ২ ফেব্রুয়ারি হতে পারে। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভাগের চাকরিপ্রার্থীরা।। 


প্রাথমিকের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ ৩ বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।


মঙ্গলবার (৯ জানুয়ারি) এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।


আরও পড়ুন: ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ


প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা বলেন, “দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।”


আরও পড়ুন: ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানা যাবে ১০ জানুয়ারি


এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।


জেবি/এসবি