নিজেই নিজের শপথ নিলেন স্পিকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪


নিজেই নিজের শপথ নিলেন স্পিকার
শপথ নিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


বুধবার (১০ জানুয়ারি)  সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নিজেই নিজের শপথ নেন তিনি।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুসারে তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন তিনি।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


এদিন সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। পরে একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।


আরও পড়ুন: শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা, দ্বাদশ সংসদের যাত্রা শুরু


স্পিকার ড. শিরীন শারমিন শপথ বাক্য পাঠ করার পর সামনে নতুন এমপিদের সারিতে থাকা আ. লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান।


জেবি/এসবি