Logo

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই: আসাদুজ্জামান নূর

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৪, ২৪:১০
56Shares
উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই: আসাদুজ্জামান নূর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন

বিজ্ঞাপন

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই উল্লেখ করে বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নূর বলেন, “প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রাফতানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে।”

বিজ্ঞাপন

সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে বাকের ভাই খ্যাত এই অভিনেতা বলেন, “তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরও বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD