জাতিসংঘের হেলিকপ্টার আটক করল আল-শাবাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪
জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারটির আরোহী ৮ যাত্রী ও ক্রুকেও আটক করা হয়।
জানা যায়, সশস্ত্র গোষ্ঠীটিরদখলে থাকা অঞ্চলে অবতরণ করার পর হেলিকপ্টারটি দখলে নিয়েছে তারা।
বিভিন্ন অন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমালিয়ায় জাতিসংঘের মিশন দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।
অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, ‘এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।’
আরও পড়ুন: ঠান্ডায় উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
বার্তাসংস্থা এএফপি জানায়, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: ২০২৪ সালে ভোট দেবেন বিশ্বের অর্ধেক ভোটার
হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বা সেখানে কতজন আছেন তার সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি। এতে এক যাত্রী নিহত ও দু’জন পালিয়ে যায় বলে জানা গেছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি
জেবি/এসবি