ঠান্ডায় উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪
কনকনে ঠান্ডা থেকে বাঁচতে কয়লার উনুন জ্বালিয়ে একসঙ্গে ঘুমোতে গিয়েছিলেন পরিবারের ৭ সদস্য। পরের দিন ৫ জনের মৃত উদ্ধার করেছে পুলিশ। বাকি ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায়।
সোমবার (৮ জানুয়ারি ) রাতে উনুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন ৭ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি ) সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ৭ জনকে অচৈতন্য অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তারা।
আরও পড়ুন: সমুদ্রের পানিতে সাঁতার কাটলেন নরেন্দ্র মোদি
ওই পরিবারের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতেরা হল সোনম(১৯), ওয়ারিস (১৭), মেহেক (১৬), জাইদ (১৫) এবং মাহি (১২)।
আরও পড়ুন: গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধ ঘরে উনুন জ্বালানোর ফলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। কয়লা থেকে নিগর্ত ক্ষতিকর গ্যাসে ঘর ভরে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ।
আরএক্স/