আমি চেষ্টা করব সেই আস্থা বিশ্বাস ও মর্যাদা রাখার: খালিদ মাহমুদ চৌধুরী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩০ পিএম, ১১ই জানুয়ারী ২০২৪


আমি চেষ্টা করব সেই আস্থা বিশ্বাস ও মর্যাদা রাখার: খালিদ মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে তিনি গণমাধ্যমেকে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে বিশ্বাস ও আস্থা আমার উপর প্রধানমন্ত্রী রেখেছেন, আমি চেষ্টা করব সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার।


খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ তারুণ্যনির্ভর। কাজেই সমগ্র দেশই তারুণ্যের উপর নির্ভর করে এগিয়ে যাবে। আমরা অবশ্যই এই কর্মসংস্থানের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন। আমাদের মন্ত্রণালয়ের যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো চলমান থাকবে।


চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যা ৭ টায় গণভবনে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন তাকে শাহাবুদ্দিন বাক্য পাঠ করা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। 


খালিদ মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদের অধীনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেন। তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর,পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কাজের নেতৃত্ব দেন। এই বন্দর বাংলাদেশের আগামীর অর্থনীতির গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে ঢাকার চারপাশে নদী দখলরোধে ভূমিকা রেখে প্রশংসা পেয়েছে।


খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ও দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জেবি/এসবি